Welcome - Al Fatah Academy School
দ্বিনী জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। মানুষের ইহ ও পারলৌকিক কল্যাণ নির্ভর করে মহান আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনার উপর। আর সে জন্য কুরআন মাজীদ ও সুন্নাহের বিদ্যা শিক্ষা করা প্রতিটি মুসলমান নর- নারীর জন্য অত্যাবশ্যকীয় শরয়ী বিধান। তথাপি বিজ্ঞানের এই অগ্রগতির যুগে বিজ্ঞান তথা বর্তমান আধুনিক শিক্ষারও প্রয়োজন। অপরদিকে আমাদের দেশের বর্তমান সাধারণ শিক্ষা ব্যবস্থা যা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে তাতে লক্ষ লক্ষ মুসলিম সন্তানেরা সরাসরি ইসলাম বিদ্বেষী না হলেও দিন দিন তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমাদের কাঙ্খিত উদ্দেশ্য অর্জনে এই উভয় শিক্ষার সমন্বয়ে একটি সিলেভাস প্রনয়ণ এখন সময়ের অপরিহার্য দাবী হয়ে দাঁড়িয়েছে। এই অপরিহার্য দাবী পূরণের লক্ষে ১লা জানুয়ারী ২০০০ইং তারিখ আল ফাতাহ একাডেমী নাম দিয়ে এই প্রতিষ্ঠান চালু করা হয়।